Stock News 24

Fresh from BPL T20 Cricket

Tuesday, 12 October 2010

ইউসিবিএলের লেনদেন ৪০ মিনিট স্থগিত ছিল

News Source: http://bit.ly/bJwEcO
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) শেয়ার লেনদেন ৪০ মিনিটের জন্য স্থগিত ছিল গতকাল সোমবার। 
শেয়ারের সাম্প্রতিক মূল্য বাড়ার কারণ সম্পর্কে অনুসন্ধানের জবাব যথাসময়ে না দেওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্যাংকটির শেয়ারের লেনদেন সাময়িক স্থগিত করে। গতকাল লেনদেন শুরুর কিছু সময়ের মধ্যেই ব্যাংকটির শেয়ারের লেনদেন স্থগিত করা হয়। 
পরে ব্যাংক কর্তৃপক্ষ ডিএসইর অনুসন্ধানের জবাব দিলে বেলা ১১টা ৪০ মিনিটে লেনদেন আবার শুরু হয়। ব্যাংক কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, শেয়ারের দাম বাড়ার মতো কোনো সংবেদনশীল তথ্য এ মুহূর্তে তাদের কাছে নেই। 
লেনদেন শুরু হলে সর্বনিম্ন এক হাজার ৪৫০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ৫১০ টাকার মধ্যে ইউসিবিএলের দুই লাখ ২১ হাজার শেয়ার হাতবদল হয়। এ দিন শেয়ারটির সমাপনী মূল্য ছিল এক হাজার ৪৬৪ টাকা, যা আগের দিনের চেয়ে ১০ টাকা কম। 
জানা গেছে, গত সপ্তাহের শেষ দুই দিনে ডিএসইতে ব্যাংকটির শেয়ারের দাম বেড়েছে ২৫০ টাকার মতো। হঠাৎ করে এভাবে দাম বাড়ার কারণ জানতে চেয়ে গত বৃহস্পতিবার ব্যাংকটিকে চিঠি দেয় ডিএসই। 
চিঠিতে ব্যাংকটির কাছে জানতে চাওয়া হয়, দাম বাড়ার পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য রয়েছে কি না।

No comments:

Latest from BPL ground