Stock News 24

Fresh from BPL T20 Cricket

Monday, 26 December 2011

ফ্রি ফ্লোটের ভিত্তিতে সূচক গঠনের সিদ্ধান্ত

ফ্রি ফ্লোটের ভিত্তিতে স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক গঠনের সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ সোমবার এসইসিতে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ফ্রি ফ্লোটের সংজ্ঞা নির্ধারণের জন্য এসইসির সদস্য আরিফ খানকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া কমিটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) প্রতিনিধি আছেন। কমিটিকে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে কমিশনের কাছে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, আজ বেলা সাড়ে ১১টায় এসইসির সম্মেলন কক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রতিষ্ঠানটির সদস্যরা ছাড়াও ডিএসই, সিএসই ও সিডিবিএলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আন্তর্জাতিক মানের সূচক প্রবর্তনের ওপর আলোচনা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, ২০ ডিসেম্বর এসইসিতে ডিএসইর মূল্যসূচক পুনর্বিন্যাস নিয়ে গঠিত কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্যরা ভুল সূচকের পরিবর্তে নতুনভাবে মূল্যসূচক চালুর পক্ষে নিজেদের মতামত তুলে ধরেন। এর আগে ১২ অক্টোবর এসইসি এই কমিটি গঠন করে। News Source: Prothom-alo

No comments:

Latest from BPL ground