Stock News 24

Fresh from BPL T20 Cricket

Friday 17 June 2011

ফিনিক্স ইনস্যুরেন্স ২৫% স্টক ও ২৫% রাইট শেয়ার দেবে

ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানির ২৫তম বার্ষিক সাধারণ সভা গত বুধবার ঢাকার অফিসার্স ক্লাবে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় কোম্পানির ২০১০ সালের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ও ২৫ শতাংশ রাইট শেয়ার অনুমোদন করা হয়।
সভায় কোম্পানির পরিচালকদের মধ্যে দীন মোহাম্মদ, আবদুর রহমান, মোবারক আলী, আজিজ-আল-মাহমুদ, রফিকুল ইসলাম খান, বদরুদ্দোজা মান্নান, ওয়াসিফ আহমেদ ও মোহাম্মদ হায়দার আলী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২০১০ সালে কোম্পানি সর্বমোট ৪৬ কোটি ৮৯ লাখ টাকা ব্যবসা করে। আলোচ্য বছরে কোম্পানি ১১ কোটি ৫৭ লাখ টাকা করপূর্ব মুনাফা অর্জন করে। বিজ্ঞপ্তি।

News Source: Prothom-alo.com

No comments:

Latest from BPL ground