২০ শতাংশ হারে স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) ঘোষণা করেছে স্কয়ার টেঙ্টাইলস। প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা গত বছরের ৩১ ডিসেম্বরে শেষ হওয়া বছরের জন্য এ সুবিধা পাবেন। গতকাল ১৬ জুন গাজীপুরের কাশিমপুরের ফ্যাক্টরি প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। গত বছর কম্পানিটির গ্রস প্রফিট, করপূর্ব নেট প্রফিট এবং কর-পরবর্তী নেট প্রফিট যথাক্রমে ৮৮৬ দশমিক ৭৫ মিলিয়ন, ৬৭৬ দশমিক ১৭ মিলিয়ন এবং ৫৬৪ দশমিক ৭৬ মিলিয়ন টাকা।
এ বছর জাতীয় রাজস্বে স্কয়ার টেঙ্টাইলসের অবদান ১২৬ দশমিক ৯৭ মিলিয়ন টাকা। পুরো বছরই প্রতিষ্ঠানটির মার্কেটিং অপারেশনের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভে অর্থপূর্ণ অবদান রেখেছে, যার পরিমাণ ১,২২০ দশমিক ৮৩ মিলিয়ন টাকা। সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা কম্পানির কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনায় অংশ নেন। চেয়ারম্যানের পক্ষে সমাপনী বক্তব্যে তপন চৌধুরী কম্পানির প্রতি শেয়ারহোল্ডারদের সমর্থনের প্রশংসা করেন।
No comments:
Post a Comment