Stock News 24

Fresh from BPL T20 Cricket

Tuesday 12 October 2010

প্রাইম ব্যাংকের সঙ্গে লঙ্কা-বাংলার বহুমুখী ঋণ সুবিধা চুক্তি

News Source: http://bit.ly/cTzWS2

প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এহসানুল হক এবং লঙ্কা-বাংলা ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজউদ্দিন সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে গত ৭ অক্টোবর প্রাইম ব্যাংকের গুলশান শাখার বোর্ডরুমে এক বহুমুখী সুবিধা চুক্তি সই। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া প্রাইম ব্যাংকের গুলশান শাখার প্রধান ইভিপি নাসিম সিকান্দার, লিজ ফিন্যান্স ইউনিটের প্রধান ভিপি আবদুল হাই এবং লঙ্কা-বাংলা ফিন্যান্স লিমিটেডের এসইভিপি এ. মালেক শমসের, এসভিপি ও সিএফও কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। লঙ্কা-বাংলা ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজউদ্দিন সরকার বহুমুখী ঋণ সুবিধা প্রদানের জন্য প্রাইম ব্যাংকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, এ সুবিধা তাদের লিজ ফিন্যান্স কার্যক্রমকে আরও গতিশীল করবে। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. এহসানুল হক আশা করেন, অদূর ভবিষ্যতেও লঙ্কা-বাংলা ফিন্যান্স লিমিটেডের সঙ্গে ব্যাংকের এ ব্যবসায়িক সম্পর্ক বজায় থাকবে।


উল্লেখ্য, বর্তমানে প্রাইম ব্যাংকের লিজ ফিন্যান্স ইউনিটের পোর্টফোলিও ৭৫০ কোটি টাকা যেখানে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে রয়েছে আনুমানিক ২০০ কোটি টাকা। প্রাইম ব্যাংক সমপ্রতি লঙ্কা-বাংলা ফিন্যান্স লিমিটেডকে ৭০ কোটি টাকার বহুমুখী ঋণ সুবিধা অনুমোদন করেছে; যার মধ্যে রয়েছে ২৫ কোটি টাকার ওভার ড্রাফট সুবিধা এবং ৫ কোটি টাকার এলসি সুবিধাসহ ৪০ কোটি টাকার লোন জেনারেল ফ্যাসিলিটি।

No comments:

Latest from BPL ground