Stock News 24

Fresh from BPL T20 Cricket

Monday 26 December 2011

প্রশ্ন ছাড়া পুঁজিবাজারে বিনিয়োগ বহাল

উৎস সম্পর্কে প্রশ্ন ছাড়াই পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ বহাল রয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ। 

পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ আর থাকছে না- একটি সংবাদপত্রে প্রকাশিত এই খবরের পর সোমবার এ বিষয়ে এনবিআরের অবস্থান জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। 

নাসিরউদ্দিন বলেন, “১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ অব্যাহত রয়েছে। এক্ষেত্রে আয়কর অধ্যাদেশ অনুযায়ী অর্থের উৎস সম্পর্কে জানতে চাইবে না এনবিআর।” 

“তবে মুদ্রা পাচার প্রতিরোধ আইন বা সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সরকারের কোনো সংস্থা প্রশ্ন করলে, তা আমাদের দেখার বিষয় না। সোজা কথায় আয়কর অধ্যাদেশ অনুযায়ী, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে এনবিআর থেকে কোনো প্রশ্ন করা হবে না,” যোগ করেন তিনি। 

ফ্রি ফ্লোটের ভিত্তিতে সূচক গঠনের সিদ্ধান্ত

ফ্রি ফ্লোটের ভিত্তিতে স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক গঠনের সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ সোমবার এসইসিতে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ফ্রি ফ্লোটের সংজ্ঞা নির্ধারণের জন্য এসইসির সদস্য আরিফ খানকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া কমিটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) প্রতিনিধি আছেন। কমিটিকে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে কমিশনের কাছে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Latest from BPL ground