Stock News 24

Fresh from BPL T20 Cricket

Friday 28 January 2011

সহযোগী কম্পানির ১৫০ কোটি টাকার শেয়ার কেনার প্রস্তাব সামিট গ্রুপের

সহযোগী কম্পানির ১৫০ কোটি টাকার শেয়ার কেনার প্রস্তাব সামিট গ্রুপের
পুঁজিবাজারে সহযোগী চার কম্পানির শেয়ার কিনতে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (এসইসি) অনুমতি চেয়েছে সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন (এসআইএমসি)।
বর্তমান বাজার দরে চারটি সহযোগী কম্পানির মোট ১৫০ কোটি টাকার শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে কম্পানিটি। গত ২৩ জানুয়ারি সামিট মার্কেন্টাইল করপোরেশনের পক্ষ থেকে সহযোগী প্রতিষ্ঠানের শেয়ার কেনার প্রস্তাব দিয়ে নিয়ন্ত্রণ সংস্থা এসইসি এবং দুই স্টক এঙ্চেঞ্জে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। চিঠিতে সামিট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সামিট পাওয়ার লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, খুলনা পাওয়ার কম্পানি লিমিটেড এবং ওশেন কনটেইনার্স লিমিটেডের শেয়ার কেনার প্রস্তাব করা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সামিট গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ফরিদ খান কালের কণ্ঠকে বলেন, 'বাজারের টানা দরপতন ঠেকাতে নিজেদের সহযোগী কম্পানির শেয়ার কেনার প্রস্তাব এসইসিকে দিয়েছি।'

News Source: KalerKonto

No comments:

Latest from BPL ground