Stock News 24

Fresh from BPL T20 Cricket

Tuesday, 12 October 2010

এনসিসি ব্যাংককে দ্বিতীয় দফায়তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক

News Source: http://bit.ly/c58PJS

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পুঁজিবাজারে আইনি সীমার অতিরিক্ত বিনিয়োগ কমাতে ব্যর্থ হয়েছে এনসিসি ব্যাংক। তাই আজ মঙ্গলবার ব্যাংকটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্বিতীয় দফায় বৈঠকের জন্য তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ এনসিসি ব্যাংককে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগ ১০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে সময়সীমা বেঁধে দেয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এসকে সুর চৌধুরীর নেতৃত্বে আজকের বৈঠকে ব্যাংকটিকে পুুঁজিবাজারে বিনিয়োগ কমানোর চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করে দেওয়া হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এসকে সুর চৌধুরী কালের কণ্ঠকে বলেন, 'পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ কমিয়ে আইনি সীমার মধ্যে আনতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার এনসিসি ব্যাংকের সঙ্গে আমরা বৈঠকে বসব। আপাতত বিনিয়োগ আইনিসীমার মধ্যে আনতে এটিই আমাদের শেষ বৈঠক।'
সূত্র জানায়, বৈঠকে এনসিসি ব্যাংককে আইনি সীমার অতিরিক্ত বিনিয়োগ কমিয়ে আনতে বাধ্য করতে বেশ কয়েকটি শর্তের কথা বিবেচনা করছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে আগামী নভেম্বরের মধ্যে ব্যাংকটিকে সাবসিডিয়ারি কম্পানি চালুর নির্দেশনা দেওয়া হতে পারে। তা করতে ব্যর্থ হলে ব্যাংকটির ল্যান্ডিং সুবিধা বন্ধ করে দেওয়ার পাশাপাশি ব্যাংকটির শেয়ারবাজারে মোট আমানতের ১০ শতাংশের অতিরিক্ত বিনিয়োগকে এর মূলধন থেকে বাদ দিয়ে ব্যালান্সশিটে হিসাবায়নের শর্তও জুড়ে দেওয়া হতে পারে। এসব শর্ত যথাযথ পালন করা হবে_এ মর্মে ব্যাংকটির প্রধান নির্বাহীর কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হতে পারে।
সূত্র আরো জানায়, এনসিসি ব্যাংক তার মোট আমানতের ১৬ দশমিক ২৬ শতাংশ শেয়ার বাজারে বিনিয়োগ করেছে। ব্যাংকটিকে নির্ধারিত সময়ের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগ কমিয়ে আনার বিষয়ে বিভিন্ন সময়ে সতর্ক করা হলেও তারা তা আমলে নেয়নি। তবে এখন কোনোভাবেই নভেম্বরের পরে কোনো ব্যাংককেই পুঁজিবাজারে বিনিয়োগ কমিয়ে আনার জন্য সময় দেওয়া হবে না।

No comments:

Latest from BPL ground