Stock News 24

Fresh from BPL T20 Cricket

Tuesday 12 October 2010

শিগগির ৩ বছরের লভ্যাংশ দেবে এইমস

News Source: http://bit.ly/dxbUwZ

 শিগগিরই একসঙ্গে তিন বছরের লভ্যাংশ দেবে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড। 

রাইট বোনাস সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনার সার্টিফায়েড কপি হাতে এসে না পৌঁছায় লভ্যাংশ ঘোষণা করা যাচ্ছে না বলে জানিয়েছেন এইমসের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াওয়্যার সাঈদ।

বাংলানিউজকে তিনি বলেন, ‘আমরা এখনো এইমস মিউচ্যুয়াল ফান্ডের রাইট বোনাস সংক্রান্ত মামলার হাইকোর্টের রায়ের সার্টিফায়েড কপি পাইনি। তবে আশা করছি আগামী সপ্তাহে পেতে পারি। রায়ের কপি পাওয়ার পর আমরা এসইসির কাছে এ বিষয়ে আমাদের করণীয় জানতে চাইবো।’ 

ঘোষিত দুই বছরের লভাংশের সঙ্গে চলতি বছরের লভ্যাংশও দেওয়া হবে বলে জানান ইয়াওয়্যার সাঈদ।

গত ২৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ড ২০০৮ ও ২০০৯ এই দুই বছরের রাইট ও বোনাস ইউনিট ঘোষণা দেয়। তবে এসইসি প্রতিষ্ঠানটির রাইট বোনাস দেওয়ার প্রস্তাব বাতিল করে দিলে একজন বিনিয়োগকারী আদালতে রিট করেন। ছয় মাস মামলা চলার পর গত ৬ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ এইমসের রাইট বোনাস বাতিল সংক্রান্ত এসইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে।

No comments:

Latest from BPL ground