Stock News 24

Fresh from BPL T20 Cricket

Tuesday, 12 October 2010

সূচক বাড়লেও লেনদেন কমেছে ৭৯৯ কোটি টাকা

সপ্তাহের প্রথম দিন রোববার দর পতনের পর গতকাল আবারও ঘুরে দাঁড়িয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সোমবার বেলা ৩টায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ১০৩ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৩৯৬ দশমিক ৪৩ পয়েন্টে। গতকাল বেলা ১১টায় লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সাধারণ সূচক ওঠানামা করে। অন্যদিকে আর্থিক লেনদেন কমেছে ৭৯৯ কোটি ৯১ লাখ টাকা। লেনদেনের শুরুতে সাধারণ সূচক ১৯ পয়েন্ট কমে যায়। দুপুর ১২টার দিকে সাধারণ সূচক আরও কমে যায়। কিন্তু সোয়া ১২টার পর থেকে আবারও সাধারণ সূচকের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৪৫টি কোম্পানির ৮ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার ৯৯০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এদিন লেনদেনের পরিমাণ ১৫৬৪ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ৪৪৮ টাকা, যা আগের দিনের চেয়ে ৭৯৯ কোটি ৯১ লাখ টাকা কম। ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১০৩ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৭৩৯৬ দশমিক ৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬০ দশমিক ৮ পয়েন্ট বেড়ে ৪৩৭৪ দশমিক ৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল লেনদেনকৃত ২৪৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির শেয়ারের দর। 
লেনদেনে শীর্ষ ১০টি কোমপানি হলো- প্রিমিয়ার ব্যাংক, পিপলস লিজিং ফাইন্যান্স এন্ড সার্ভিসেস লি., উত্তরা ফাইন্যান্স, সামিট পাওয়ার, স্ট্যান্ডার্ড ব্যাংক, শাহজালাল ব্যাংক লি., লঙ্কাবাংলা ফাইন্যান্স, সোশ্যাল ইসলামী ব্যাংক লি., বেক্সিমকো লি. ও এক্সিম ব্যাংক। গতকাল সবচেয়ে বেশি বেড়েছে উত্তরা ফিন্যান্সের শয়ারের দাম। এছাড়া বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোং লি., বিডি ফাইন্যান্স, সোনারগাঁও টেক্সটাইল, পিপলস লিজিং ফাইন্যান্স এন্ড সার্ভিসেস লি., কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ১ম বিএসআরএস ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স দাম বেড়ে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। এছাড়া দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- ডেল্টা ব্র্যাক হাউজিং, কোহিনুর কেমিক্যাল, লিব্রা ইনফিউশন, বাংলাদেশ শিপিং করপোরেশন, স্টাইলক্র্যাফট, মুন্নু ফেব্রিকস, ফার্মা এইডস, ফু-ওয়াং সিরামিক, এম্বি ফার্মা ও ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক। গতকালের ডিএসইর বাজার মূলধন ৩,২১,৫১১ কাটি টাকা।
এদিকে টানা ১১ দিন অব্যাহতভাবে শেয়ারের দর বাড়ার পর গত রোববার দেশের দুই শেয়ারবাজারে বড় ধরনের দর পতন ঘটে। শেয়ারের দাম অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন হয়ে গত শনিবার ডিএসই ও সিএসইর নেতারা যৌথভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগে সতর্ক করেন বিনিয়োগকারীদের। ডিএসই কর্মকর্তাদের সতর্কতা ও গত রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিট সম্পদমূল্য (এনএভি) হিসাব করে ঋণ বিতরণের ক্ষেত্রে এসইসির নির্দেশনা বহাল রাখায় শেয়ার বাজারে এর প্রভাব পড়ে। ফলে গত রোববার দুই শেয়ার বাজারে বড় ধরনের দর পতন হয়। তবে একদিন অতিবাহিত হতে না হতেই সোমবার আবারও শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠে। এতে সাধারণ বিনিয়োগকারীরা সন্তোষ প্রকাশ করেছেন। 


News Source: http://bit.ly/9H8EEn

No comments:

Latest from BPL ground