টানা চার কার্যদিবস মূল্য সংশোধনের পর আবার উর্ধমুখী ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। দিনভর উত্থান-পতনের পর শেষ আধঘণ্টার উর্ধগতিতে অধিকাংশ কোম্পানির দরবৃদ্ধির প্রভাবে সোমবার ৯.০৫ পয়েন্ট বেড়েছে ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই)। ব্যাংক ছাড়া বাকি সব খাতেই অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। তবে আর্থিক লেনদেনে শস্নথগতি অব্যাহত রয়েছে। অর্থবছরের শেষ প্রানত্মে এসে হিসাব সমাপনীর প্রস্তুতির কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা কমে যাওয়ায় লেনদেন কম হচ্ছে বলে
বাজার বিশেস্নষকরা মনে করছেন।
বিশেস্নষণে দেখা যায়, লেনদেন শুরম্নর ১৫ মিনিটের মধ্যে ডিএসইর তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ারের দরবৃদ্ধির কারণে সাধারণ সূচক প্রায় ৩৫ পয়েন্ট বেড়ে যায়। তবে এরপরই আবার নিম্নমুখী হয়ে পড়ে অধিকাংশ শেয়ারের দর। এতে সূচকও কমতে থাকে। বেলা দুইটা পর্যনত্ম সূচকের ওঠানামা অব্যাহত ছিল। ওই সময় পর্যনত্ম ডিএসই সাধারণ সুচক প্রায় ৩৬ পয়েন্ট হারালে সাধারণ বিনিযোগকারীরা বিৰোভ শুরম্ন করেন। এরপরই অধিকাংশ শেয়ারের দরবৃদ্ধির মধ্য দিয়ে ডিএসই হারানো সূচক পুনরম্নদ্ধার করে আগের দিনের চেয়ে কিছুটা উপরে অবস্থান করে লেনদেন শেষ হয়।
এদিকে বেলা আড়াইটার দিকে ডিএসই পরিদর্শনে আসেন এসইসি চেয়ারম্যান অধ্যাপক ড. খায়রম্নল হোসেন, সদস্য অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, মোঃ আমজাদ হোসেন ও আরিফ খান। এ সময় ডিএসই ভবনের সামনে বিনিয়োগকারীদের বিৰোভ চলছিল। এসইসি কর্মকর্তারা ডিএসইতে আসার পর থেকে অধিকাংশ শেয়ারের দর বাড়তে থাকে। দিন শেষে লেনদেন হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৪৫টির, কমেছে ৯৫টির ও অপরিবর্তিত রয়েছে ১৭টির। এতে ডিএসই সাধারণ সূচক ৯.০৫ পয়েন্ট বেড়ে ৫৬৯৫.৭৭ পয়েন্টে দাঁড়ায়। সূচক সামান্য বাড়লেও আর্থিক লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪১ কোটি ৯৮ লাখ টাকা_ যা আগের দিনের চেয়ে ১২ কোটি ৬৭ লাখ টাকা কম।
আর্থিক লেনদেনের ভিত্তিতে শীর্ষে থাকা ১০টি কোমপানি হলো_ লঙ্কাবাংলা ফাইন্যান্স, ইউসিবিএল, ন্যাশনাল ব্যাংক, বেঙ্মিকো লিমিটেড, এমআই সিমেন্ট, ইউনাইটেড এয়ারওয়েজ, পিপলস লিজিং ফাইন্যান্স এ্যান্ড সার্ভিসেস, সিটি ব্যাংক, বিএসআরএম স্টিল ও পূবালী ব্যাংক।
দরবৃদ্ধির দিক থেকে শীর্ষ অবস্থানে থাকা কোম্পানিগুলো হলো_ চিটাগাং ভেজিটেবল, সাউথইস্ট ব্যাংক ১ম মিউচু্যয়াল ফান্ড, লিবরা ইনফিউশন, জুট স্পিনার্স, জেমিনি সি ফুড, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, বিএসসি, ন্যাশনাল লাইফ ইন্সু্যরেন্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও রহিমা ফুড।
অন্যদিকে দর হ্রাসের শীর্ষে থাকা ১০টি কোমপানি হলো_ সাভার রিফ্র্যাক্টরিজ, বিকন ফার্মা, সাফকো স্পিনিং, আনোয়ার গ্যালভানাইজিং, প্রাইম ব্যাংক, বিডি ওয়েল্ডিং, অলটেঙ্, ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন এ্যান্ড ডেভেলপমেন্ট কপের্ারেশন, লিগেসি ফুটওয়্যার ও সিএমসি কামাল।
News Source: Janakanta
Stock News 24
- বাজার তার আপন শক্তিতে ঘুরে দাঁড়াবে - শাকিল রিজভী - Unknown
- 8 Investors freed - Unknown
- Downtrend dogs investors - Unknown
- Stocks hit 2-year low - Unknown
- Govt withdraws notice only hours after its issuance - Unknown
Fresh from BPL T20 Cricket
- News for Sylhet Royals fans - 1/29/2012
- BPL Stats: Most Runs, Wickets and all - 2/28/2012
- BPL Teams adding more new players - 2/28/2012
Tuesday, 21 June 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment